স্বাধীন বাংলাদেশে বসবাসরত অবহেলিত নারী সমাজকে শিক্ষিত করে গড়ে তুলে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে 1994 সালে সরকারী “মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপ-বৃত্তি প্রদান প্রকল্প চালু করে।এই প্রকল্পের আওতায় সারা দেশে অফিস স্থাপন করা হয়। 2005 সালে সরকার এই সমূহকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নামে স্বীকৃতি দেয় এবং জনবল রাজস্ব খাতে হস্তান্তর করা হয়। অফিসটি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত।
মাধ্যমিক ও দাখিল স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা, মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের এবং উচ্চ মাধ্যমিক ও স্মাতক পর্যায়ের ছাত্রীদের মধ্যে উপ-বৃত্তির টাকা প্রদান করা, শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নির্বাচনে দায়িত্ব পালন করা হয়, শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মত বিনিময় সভা করা, জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম ও স্মাতক পাস/ফাজিল পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করা এ অফিসের মূল কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস